Logo
Logo
×

রাজধানী

২৮৬ বিয়ের অভিযোগে রাজধানীতে যুবক গ্রেফতার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০২:২৮ পিএম

২৮৬ বিয়ের অভিযোগে রাজধানীতে যুবক গ্রেফতার

২৮৬ বিয়ের অভিযোগে রাজধানীতে যুবক গ্রেফতার। ছবি-সংগৃহীত

প্রতারণার মাধ্যমে ২৮৬টি বিয়ের অভিযোগে জাকির হোসেন ব্যাপারী নামে একজনকে গ্রেফতার করেছে তেঁজগাও থানা পুলিশ।  

পুলিশ জানায়, ৩৮ বছর বয়সী এই যুবক এক যুগ ধরে বিভিন্ন সময়ে কখনও কাবিন করে কিংবা শুধু কালেমা পড়ে দেশের নানা অঞ্চলে ২৮৬ জন নারীকে প্রতারণা করে বিয়ে করেন জাকির।

ফেসবুকে নিজেকে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী হিসেবে পরিচয় দিতেন লালমনিরহাট জেলার দুর্গাপুর গ্রামের জাকির। 

সম্প্রতি রাজধানীর মিরপুরের এক নারী তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে সেই নারীকে জাকির নিজের ২৮৪টি বিয়ের ঘটনা জানায়। তার অভিযোগের ভিত্তিতে জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

জানতে চাইলে তেজগাঁও থানার এএসআই অখিল চন্দ্র যুগান্তরকে বলেন, ২৮৬ বিয়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে এখন থানায় রিমান্ডে আছে। তবে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানেন না বলে জানান পুলিশের  কর্মকর্তা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম