Logo
Logo
×

রাজধানী

বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ০৮:৩৩ এএম

বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

ছবি: যুগান্তর

রাজধানীর হাজারীবাগে বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছেন। নিহতের নাম আরিফুল ইসলাম সজল (১৯)।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই কলেজছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সন্ধ্যার দিকে হাজারীবাগের রায়েরবাজারে এ ঘটনা ঘটে। 

সজল মোহাম্মদপুর সরকারি কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাসা চকবাজারের ইসলামবাগে। পরিবারের তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন মেজো।

স্বজনরা জানান, সজল তার বান্ধবীর সঙ্গে সন্ধ্যায় রায়েরবাজার ব্রিজের দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় কয়েকজন কিশোর মেয়েটিকে উত্ত্যক্ত করে।

পরে সজল এর প্রতিবাদ করে ওই কিশোরদের মধ্যে একজনকে চড় মারে। এর পর ওই কিশোররা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে সজল তার কয়েকজন বন্ধুকে ফোন দিয়ে এনে ওই কিশোরদের আবার খুঁজে মারধর করে। 

পরে ওই কিশোররা দলবলে এসে সজলকে বাঁশ দিয়ে পেটায় ও ছুরিকাঘাত করে। এর পর আহতাবস্থায় সজলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) কাজী শরিফুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম