বাগদা চিংড়ির মাথায় ভরা হচ্ছে ক্ষতিকর জেলি!
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৬ জুলাই ২০১৯, ০৮:৫৫ এএম
বাগদা চিংড়ি। ছবি সংগৃহীত
রাজধানীর উত্তরায় বাগদা চিংড়ির ওজন বাড়ানো জন্য মাথায় ক্ষতিকর জেলি ভরে বিক্রি করা ২০ মণ চিংড়ি জব্দ করা হয়েছে।
উত্তরার আব্দুল্লাহপুর মৎস্য বাজারে মঙ্গলবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এসব বাগদা চিংড়ি জব্দ করা হয়। পরে এসব চিংড়ি পোড়ানো হয়।
র্যাব জানায়, সাতক্ষীরাতেই বাগদাগুলোর ওজন বাড়িয়ে ফেলা হতো। এ জন্য বাগদার মাথায় ভরে দেওয়া হতো ক্ষতিকর জেলি। এমন জেলি মেশানো প্রায় ২০ মণ বাগদা চিংড়ি জব্দ করা হয় আব্দুল্লাহপুর মাছের বাজারের বাগেরহাট মৎস্য আড়ত ও মিম মৎস্য আড়ত থেকে।
অভিযানে জব্দকৃত এসব বাগদার কেজিপ্রতি পাইকারি মূল্য ৫০০ টাকা। খুচরা মূল্য প্রায় ৭০০ টাকা। জব্দকৃত বাগদার পাইকারি বাজার মূল্য পাঁচ লাখ টাকার বেশি। এ ঘটনায় মালিক পালিয়ে গেলেও আড়তের ম্যানেজারের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালোনে হয়েছে। সাতক্ষীরাতেই তরল জেলি সিরিঞ্জের মাধ্যমে বাগদা চিংড়ির মাথার ফাঁকা অংশে ঢুকিয়ে দেওয়া হতো। বরফের মধ্যে রাখলে এই জেলি শক্ত হয়ে বাগদা চিংড়ির ওজন বেড়ে যেত। পরে এগুলো ক্রেতাদের কাছে বিক্রি করা হতো।
তিনি জানান, এসব চিংড়ি মানবদেহের জন্য মারাত্নক ক্ষতিকর। অভিযানে চিংড়িগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।