উত্তরায় পাইকারি মাছের আড়তে র্যাবের অভিযান
উত্তরা প্রতিবিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০১৯, ১২:০৫ এএম
উত্তরায় মাছের আড়তে র্যাবের অভিযান। ছবি-যুগান্তর
রাজধানীর উত্তরা এলাকায় আবদুল্লাহপুর পাইকারি মাছের আড়তে র্যাব-৪ এর ভেজালবিরোধী অভিযান চলছে।
র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত বিষাক্ত রাসায়নিক দ্রব্য ও জেলি ব্যবহৃত ২০ মন বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে।
নিজামউদ্দিন আহমেদ যুগান্তরকে জানান, মঙ্গলবার সকালে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য মিম মৎস্য আড়তের ব্যবস্থাপক লোকনাথ চন্দ্র (২২) ও বাগেরহাট মৎস্য আড়তের ব্যবস্থাপক নুরে আলমকে (৩৫) আটক করা হয়েছে।
তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।