![মিরপুরে খেলার মাঠে ড্রাইভিং, শিশুকে চাপা দিয়ে মারলেন চালক](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/05/09/image-175454-1557344059.jpg)
মিরপুরের পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় পরিস্থান পরিবহনের একটি বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। ফাইল ছবি
রাজধানীর মিরপুরের পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় পরিস্থান পরিবহনের একটি বাসচাপায় এক শিশু নিহত হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ফরিদপুর সদর উপজেলার পোশাক শ্রমিক শাহিন মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে মিরপুর পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতো।
ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের পরিবার জানিয়েছে, বাসার সামনে রাস্তার পাশে একটি মাঠে খেলা করছিল আলিফ। এসময় মাঠে বাস চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। হঠাৎ বাসটি আলিফকে চাপা দেয়। পরে দ্রুত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির জানান, ঘটনার পরপরই এলাকাবাসী ঘাতক বাসটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে।
তবে বাসের চালক বাসটি চালাচ্ছিল না অন্য কেউ চালাচ্ছিল সে বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি বলে ওসি জানান।