Logo
Logo
×

রাজধানী

দেড় মাস আগে বাসা ভাড়া নেয় সন্দেহভাজন ২ ব্যক্তি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ১২:১৭ এএম

দেড় মাস আগে বাসা ভাড়া নেয় সন্দেহভাজন ২ ব্যক্তি

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। ছবি-সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা টিনশেড বাড়িটিতে সন্দেহভাজন দুই ব্যক্তি গত এক থেকে দেড় মাস ধরে অবস্থান করছেন বলে জানা গেছে। 

বাসার কেয়ারটেকার সোহাগ গণমাধ্যমকে জানান, দুই যুবক এক থেকে দেড় মাস আগে বাসাটি ভাড়া নেয়। তবে বাসা ভাড়া নেয়ার সময় তারা কোনো নাম-ঠিকানা জমা দেয়নি।

বাসার আরেক বাসিন্দা জুনায়েদ জানান, বাসাটিতে চারটি রুমে চার পরিবার থাকেন, তার একটিতে পরিবারসহ ভাড়া থাকেন তিনি। বাসার কেয়ারটেকার সোহাগ ডিশের ব্যবসা করেন।

‘তবে ওই রুমে কে ছিলেন, আমি জানতাম না। তাদের সঙ্গে কখনও দেখাও হয়নি।’

গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। 

আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে। বাড়ির কেয়ারটেকারসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে বাড়িটিতে কমান্ডো ও বোমা নিষ্ক্রিয়করণ দল প্রবেশ করেছে। 

র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে আমরা বাড়িটি ঘিরে রেখেছি। ভেতরে গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আমরা ভেতরে থাকা জঙ্গিদের বহুবার আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছি। এটি একটি একতলা টিনশেড বাড়ি। এতে চারটি কক্ষ রয়েছে। জঙ্গি অবস্থানের তথ্য জানার পরিপ্রেক্ষিতেই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র‌্যাব-২।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম