পহেলা বৈশাখ ১৪২৬ সময়ের দ্বারপ্রান্তে কড়া নাড়ছে। নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য পাঁচতারকা হোটেল ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’য় রয়েছে বিভিন্ন ধরনের আয়োজন।
‘বৈশাখী শোরগোল’-এ বৈশাখে রয়েছে ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টে আকষর্ণীয় অফার।
‘ক্যাফে সোশ্যাল’ মেইন ক্যাফে অব ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ১৩, ১৪ ও ১৫ এপ্রিল থাকছে বিভিন্ন রকমারি আয়োজন।
ক্যাফে সোশ্যালে থাকবে চটপতি, ফুচকা, ভিন্ন ভিন্ন ধরনের পুলিপিঠা ও ঠান্ডা সুইট অ্যান্ড সলট লাচ্ছি। সংবাদ বিজ্ঞপ্তি