
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:২০ এএম
হিরো আলম গ্রেফতার

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ১০:৪৩ পিএম

হিরো আলম।
আরও পড়ুন
স্ত্রী নির্যাতনের অভিযোগে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১০টায় তাকে গ্রেফতার করা হয়।
হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলামের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। হিরো আলমের গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানায় ওসি এস এম বদিউজ্জামান।
তিনি বলেন, হিরো আলম তার স্ত্রী সাদিয়া বেগম সুমিকে যৌতুকের জন্য নির্যাতন করে বলে তার শ্বশুর থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে থানায় ডাকা হয়। প্রথমে মীমাংসা করার চেষ্টা করা হলেও তা করা সম্ভব হয়নি। পরে হিরো আলমকে গ্রেফতার করা হয়।
হিরো আলমের স্ত্রীর অভিযোগ, মাঝেমধ্যেই হিরো আলম তাকে মারধর করে। দুদিন আগে সে ঢাকা থেকে আসে। রাতে খাবারের পর মোবাইলে এক মেয়ের সঙ্গে কথা বলছিল। আমি নিষেধ করলে বলে আমি ১০টা মেয়ে নিয়ে ঘুরব, যা ইচ্ছে তাই করব।
আমি ঢাকায় বিয়ে করেছি। এভাবে থাকতে পারলে থাকো না হলে চলে যাও। এর এক পর্যায়ে আলম আমার গলা চেপে ধরে, শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে জখম করে। এখন আমার ৩ ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো?