Logo
Logo
×

রাজধানী

নিউমার্কেটকে বর্ধিত করার সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

Icon

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০০ পিএম

নিউমার্কেটকে বর্ধিত করার সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

নিউমার্কেট। ছবি: সংগৃহীত

রাজধানীর একতলাবিশিষ্ট নিউমার্কেট ভবনের ওপরের দিকে বর্ধিত করা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার রায় দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন শেখ শফিক মাহমুদ পুষ্প।

আদালতে রিট আবেদনটি করেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল বেপারি। 

ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেছিলেন।

রুলে মার্কেটের ভেতর ও বাইরের ফুটপাত দখল করে ওপরের দিকে মার্কেট বর্ধিত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট।

সেই রুলের শুনানি শেষে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, নিউমাকের্টের ছাদের ওপর স্টিলের ছাউনি দিয়ে ১৭৮ দোকান নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম