Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে ভুয়া দুই ‘দুদক কর্মকর্তা’ আটক

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫১ এএম

রাজধানীতে ভুয়া দুই ‘দুদক কর্মকর্তা’ আটক

ছবি-যুগান্তর

রাজধানী ঢাকার হাজারীবাগ থেকে ভুয়া দুই ‘দুদক কর্মকর্তাকে’ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ (র‌্যাব)। 

শনিবার মুঠোফোনে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব। 

র‍্যাব জানান, তারা নিজেদের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এরপর দুর্নীতি মামলার ভয় দেখিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে টাকা আদায় করতেন।

র‌্যাব আরও জানায়, ওই দুই ব্যক্তির প্রতারণার কাজে ব্যবহার করা বিকাশ হিসাবসহ ২২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং হওয়ার কথা রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম