
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৬:১৩ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

আরও পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মিজানুর রহমানের পরিচালানয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছনাত আলী।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, অধ্যক্ষ অধ্যাপক ড. ইমরান হোসাইন, অধ্যক্ষ অধ্যাপক ড. এএনএম শাহাদাত, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খসরু মিয়া, প্রধান উপদেষ্টার প্রেস ইউং ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদাতা এসএম রাশিদুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, যুগ্ম সচিব আজমুল হক, অ্যাডিশনাল ডিআইজি সানা শামিনুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি আসাদুজ্জামান আসাদ, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, মোল্লা সাবিরা সুলতানা, শাহরিয়ার সুলতানা সুচি ও প্রমুখ।
মাহফিলে ইবির সাবেক পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।