Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ববির কমিটি থেকে বাদ অধ্যাপক ড. কলিমুল্লাহ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০২:০৪ এএম

ববির কমিটি থেকে বাদ অধ্যাপক ড. কলিমুল্লাহ

সংগৃহীত

শিক্ষার্থীদের দাবির মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তাদের পূর্বতন চাকরিকাল গণনা সংক্রান্ত কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে। 

ববি রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত সোমবার এক অফিস আদেশে কলিমুল্লাহর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই আদেশে পাঁচ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

ববি ক্যাম্পাসে বুধবার কলিমুল্লাহ আসবেন, এমন কথা জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে একদল ববি শিক্ষার্থী। রোববার কলিমুল্লাহকে বিতর্কিত উল্লেখ্য করে ববির সব কমিটি থেকে অব্যাহতি চেয়ে উপাচার্যের কাছে চিঠি দেয়। ওই চিঠিতে তাকে ক্যাম্পাসে অবস্থানের অনুমতি না দেওয়ারও দাবি জানানো হয়।

ববির শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, আওয়ামী সরকারের পাতানো নির্বাচনে বৈধতা দিতে কলিমুল্লাহর নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ) কাজ করেছে। তাই তারা এই পদক্ষেপ নিয়েছেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম