Logo
Logo
×

শিক্ষাঙ্গন

লাঠিসোঁটার ভিডিও করায় রাবিতে সাংবাদিককে পেটালেন শিক্ষার্থীরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:১১ পিএম

লাঠিসোঁটার ভিডিও করায় রাবিতে সাংবাদিককে পেটালেন শিক্ষার্থীরা

সাংবাদিক আবু সালেহ শোয়েব। ছবি: যুগান্তর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যকার আন্তঃবিভাগ ফুটবল খেলায় স্লেজিংকে (কটুকথা) কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বণিকবার্তা পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আবু সালেহ শোয়েবকে মারধর করা হয়েছে। তার মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করতে বাধ্য করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। 

সোমবার সন্ধ্যায় রাবি প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবু সালেহ শোয়েব রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও রাবি প্রেসক্লাবের সদস্য। 

আবু সালেহ শোয়েব বলেন, আমিসহ কয়েকজন সাংবাদিক প্রেসক্লাবের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলাম। তখন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফার্স্ট সায়েন্স বিল্ডিং পার হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিল। হাতে লাঠিসোঁটা দেখে সাংবাদিক হিসেবে ভিডিও করার জন্য ফোন বের করতেই ওই বিভাগের আনুমানিক ৫০-৬০ জন শিক্ষার্থী আমার দিকে ধেয়ে এসে মারধর শুরু করে। আমি সাংবাদিক পরিচয় দিয়ে আইডি কার্ড দেখানোর পর সেটি ছুড়ে ফেলা হয়েছে। আমার কলার চেপে ধরে ফোন থেকে জোর করে ভিডিও ডিলিট করানো হয়। আমার সঙ্গে প্রেস ক্লাবের সভাপতিসহ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন। 

রাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিল বলেন, যে কোনো ঘটনায় আমরা সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বার বার মারধরের শিকার হই। এভাবে আর চলতে পারে না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এ বিষয়ে সঠিক পদক্ষেপ না নেন তাহলে আমরা এবার আইনি প্রক্রিয়ায় যেতে বাধ্য হব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ক্যাম্পাসে গুন্ডামি করবে, আর সাংবাদিকরা ভিডিও ফুটেজ নিতে পারবে না- এমন ফ্যাসিস্ট আচরণ ক্যাম্পাসে চলবে না। একজন সাধারণ শিক্ষার্থীও চাইলে ভিডিও করতে পারে। কিন্তু একজন সাংবাদিক ভিডিও ধারণকালে তার ওপর আক্রমণের অধিকার শিক্ষার্থীরা রাখে না। 

তিনি বলেন, ক্যাম্পাসে কোনো গুন্ডামি চলবে না, ফুটেজ নেওয়া সাংবাদিকদের অধিকার। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ভিডিও ফুটেজ দেখে আমি নিজেই এ বিষয়ে তদন্ত করব।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম