ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ডুয়েট ছাত্রদলের অভিনব কর্মসূচি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পিএম
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অভিনব কর্মসূচি চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার ও সোমবার এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।এ পরীক্ষাকে কেন্দ্র করে ডুয়েট ছাত্রদলের পক্ষ থেকে ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয় শহিদ ওয়াসিম আকরামের নামে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সহায়তার জন্য ‘শহিদ ওয়াসিম আকরাম হেল্প ডেস্ক’ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। আবার এই হেল্প ডেস্কের অধীনে রয়েছে ‘শহিদ মুগ্ধ ওয়াটার কর্ণার’, ‘শহিদ আবু সাইদ ইন্সট্রুমেন্ট কর্ণার’ খোলা হয়েছে।
ডুয়েট ছাত্রদলের আহ্বায়ক সোহাগ সরদার এবং সদস্য সচিব ফজলে রাব্বি খানের উদ্যোগে এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কাজ করছেন।
সোহাগ সরদার বলেন, গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণ করতে, তাদের ত্যাগকে সম্মান জানাতে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। এটা এক ধরনের মানবিক কাজ। যেখানে অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নানান সহায়তা পেয়ে থাকেন। যেখানে মানবিক কাজে সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য সহায়তা করা এবং তাদের পাশে থাকা ছাত্রদলের নৈতিক দায়িত্ব। ডুয়েট ছাত্রদল নৈতিক দায়িত্ব পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।