Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০২:৫৯ এএম

ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অ্যাকাডেমিক এলাকায় সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে গণভোট আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মিছিল শুরু হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন।

এ সময় তারা স্লোগান দেন 'হল দখলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও'।

গত রাতে, ছাত্রদের একটি অংশ ক্যাম্পাসে একটি প্রতিবাদ সমাবেশ করে এবং ক্যাম্পাসজুড়ে পোস্টার লাগায়।

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে ছাত্রদলের প্রচারণার পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম