ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফজলুক হক ও মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ঢাবি ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘জিয়া ট্রি’ (নিম গাছ) রোপণ করেছে ছাত্রদল।
বুধবার ঢাবি ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ঢাবি ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসান, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের সহসভাপতি আলামিন মীরা, কর্মী সামসোদ্দোহা সৌরভ, শহিদ সার্জেন্ট জহুরুল হক হল, ছাত্রদল কর্মী তানভীর আহমেদ খান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদল কর্মী মো. মাহমুদুল হাসান রাহাত, কবি জসীম উদ্দীন হল ছাত্রদল কর্মী প্রান্ত, হাজী মুহম্মদ মুহসিন হল ছাত্রদল কর্মী মাহমুদুল্লাহ, অমর একুশে হল ছাত্রদল কর্মী মো. শাহেদ খান, মো. রিমন ও ফজলুল হক মুসলিম হল কর্মী মো. ইমন খানসহ আরও অনেকে।
নিমগাছ যেভাবে ‘জিয়া ট্রি’ হলো
যারা কখনো হজ বা ওমরাহ করতে সৌদি আরব গিয়েছেন, তারা জানেন আরাফাতের ময়দানে অনেক নিমগাছ আছে। সৌদি নাগরিকরা এই গাছকে বলে, ‘জিয়া ট্রি’। ১৯৭৭ সালে এই নামকরণ করা হয় বলে জানা গেছে। কারণ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে এই গাছগুলো উপহার হিসেবে সেখানে পাঠিয়েছিলেন, তারা সেটি ভোলেনি। সেখান থেকেই নিমগাছকে ‘জিয়া ট্রি’ হিসেবে ডাকা হয়।