Logo
Logo
×

শিক্ষাঙ্গন

১২ দফা দাবিতে উপাচার্যকে জবি ছাত্রশিবিরের স্মারকলিপি

Icon

জবি প্রতিনিধি,

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০১:২৮ এএম

১২ দফা দাবিতে উপাচার্যকে জবি ছাত্রশিবিরের স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির

জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় ফ্যাসিবাদের মূলোৎপাটন, ১৫ কর্মদিবসের মধ্যে ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও বৈষম্যহীন ক্যাম্পাস বিনির্মাণসহ ১২ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শাখা ছাত্রশিবির। এর আগে এসব দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নিকট স্মারকলিপি দেন তারা।

সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জবি শাখার সেক্রেটারি জেনারেল আসাদুল ইসলাম এবং লিখিত দাবি উপস্থাপন করেন শাখা ছাত্র শিবিরের সভাপতি ইকবাল হোসেন শিকদার। 

লিখিত বক্তব্যে ইকবাল হোসেন শিকদার বলেন, জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় শহীদদের মরণোত্তর ও আহতদের বীরত্বের সম্মাননা প্রদান, ফ্যাসিস্ট সরকারের বিগত ১৫ বছরের মেয়াদের সকল নিয়োগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান তারা।

বর্তমান ক্যাম্পাসকে মূল ক্যাম্পাস রেখে কেরানীগঞ্জের নির্মাণাধীন ক্যাম্পাসকে দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়াসহ বর্তমান ক্যাম্পাসের পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো পুনর্নির্মাণ এবং ক্লাসরুম সংকটে বাংলাদেশ ব্যাংকের শাখাকে স্থানান্তরেরও দাবি জানিয়েছেন তারা। এছাড়া দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ ৬০ দিনের মধ্যে সেনাবাহিনীর নিকট হস্তান্তরের দাবি জানান তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হলগুলো উদ্ধার, ভবন পুনর্নির্মাণ এবং মাসিক আবাসন ভাতার ব্যবস্থা, দ্রুত দ্বিতীয় সমাবর্তনের আয়োজন এবং প্রতি দুই বছর অন্তর অন্তর সমাবর্তনের আয়োজনের দাবি জানান তারা।

এছাড়াও অন্যান্য দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে জরুরি হটলাইন নাম্বার চালু, সকল প্রকার দলীয় সুপারিশ বা রাজনৈতিক পরিচয়ে শিক্ষক নিয়োগ বন্ধ, শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে দুইটি আধুনিক এম্বুলেন্স , ক্যাফেটেরিয়া মানসম্মত খাবার নিশ্চিত, এবং শিক্ষার্থীদের যাতায়াতের পরিবহন পুলে বাসের সংখ্যা বৃদ্ধির দাবিও জানান তারা।

এসময় সংবাদ সম্মেলনে শাখা শিবিরের অফিস সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক ইব্রাহিম আলী, শিক্ষা ও গবেষণা সম্পাদক শাহিন আহমেদ, দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম, বাইতুল মাল (অর্থ) সম্পাদক মোহাম্মদ শাওন সর্দার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন, স্কুল বিতর্ক ও তথ্য প্রযুক্তি নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ও ছাত্র কল্যান সম্পাদক মো. জুবায়ের আহমেদ, আবাসন ও পাঠাগার সম্পাদক মো.মাসুম বিল্লাহ, এইচ আরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো.জাহেদ, আইন সম্পাদক মো.সোহান আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম