Logo
Logo
×

ক্যাম্পাস

তিন দাবি তাঁতীবাজার অবরোধ জবি শিক্ষার্থীদের

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১১:০৬ পিএম

তিন দাবি তাঁতীবাজার অবরোধ জবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দাবিতে সোমবার দুপুর ১২টায় পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আধা ঘণ্টা অবরোধের পর পুনরায় মিছিল নিয়ে ক্যাম্পাসে এসে উপাচার্যের ভবন ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যের সঙ্গে আলোচনার জন্য ডাকা হলে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রকল্প পরিচালককে আইনের আওতায় আনতে হবে এবং সাতদিনের মধ্যে প্রকল্প পরিচালক হিসাবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে। 

শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে। অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরোনো ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সব অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।

শিক্ষার্থীদের আন্দোলনে যানজটে আটকা পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। গাড়ি রেখে তিনি হেঁটে যান। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের বলেন, এটা এমন না যে বললেই কাজটা হয়ে যাবে। এটি দীর্ঘ প্রক্রিয়া, সময় লাগবে।


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম