স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিচার দাবি
ইবি প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৫:০৭ এএম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিরোধীতাকারী, স্বৈরাচারী সরকারের দোসর এবং হামলা-মামলা ও নির্যাতনসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকা শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট ও সহ-সমন্বয়করাসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় তারা পোষ্য কোটার মাধ্যমে অযোগ্যদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রদান না দেওয়ার দাবিও জানান।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, যাদের হাতে হাজারো শহিদের রক্ত লেগে ছিল তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে ছাত্রসমাজ। গণহত্যা, হামলা ও আন্দোলনকে ভুন্ডুল করার জন্য যেসব শিক্ষক ছাত্রলীগকে ইন্ধন দিয়েছে তাদের দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, আমাদের আন্দোলনের মূল দাবি কোটার যৌক্তিক সংস্কার মেনে না নিয়ে ফ্যাসিবাদী সরকার সারাদেশে গণহত্যা চালিয়েছে। যে বৈষম্যের জন্য হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিলো আবারো একটি গোষ্ঠী ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেই একই বৈষম্য করার চেষ্টা করছে। যারা জুলাই বিপ্লবকে অস্বীকার করেন এবং বৈষম্যকে ফিরিয়ে আনতে চান তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ছাত্রসমাজ।