Logo
Logo
×

ক্যাম্পাস

প্রথম নারী ট্রেজারার পেল জবি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৯:৩২ পিএম

প্রথম নারী ট্রেজারার পেল জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথমবারের মতো নারী (ট্রেজারার) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শারমিন। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শাহীনুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১২ (১) ধারা অনুযায়ী সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শারমিনকে শর্তসাপেক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানি হিসেবে পাবেন। এ সময় তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ড. সাবিনা শারমিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে আমি আদেশ পেয়েছি। আমি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চাই।জবির শিক্ষক হিসেবে আমি শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের বিষয়টি অগ্রাধিকার দেব। এ বিষয়ে সবার সহযোগিতা চাই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম