Logo
Logo
×

ক্যাম্পাস

লিফট দুর্ঘটনায় ঢাবি কর্মকর্তার মৃত্যু

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১০:২৭ পিএম

লিফট দুর্ঘটনায় ঢাবি কর্মকর্তার মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) লিফট দুর্ঘটনায় চারুকলা অনুষদের সিনিয়র সহকারী পরিচালক (হিসাব) মোহাম্মদ আবদুল্লাহ মারা গেছেন। 

শুক্রবার সকালে সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস) ভবনের লিফটে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার কারণ উদ্ঘাটন ও প্রতিকার বিষয়ে সুপারিশ প্রদানের জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ সদস্যবিশিষ্ট কমিটিতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী, কারস’র পরিচালকের একজন প্রতিনিধি ও প্রধান প্রকৌশলী সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া উপ-রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ুব আলী কমিটির সদস্য সচিব থাকবেন। কমিটিকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়েছে। 

এ ছাড়া কারস’র পরিচালকের নির্দেশনায় চিফ সায়েন্টিস্ট ড. লতিফুল বারীকে আহ্বায়ক, সহকারী প্রক্টর ড. একেএম নূর আলম সিদ্দিকী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ)  আহসান হাবিবকে সদস্য করে ৩ সদস্যবিশিষ্ট পৃথক তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

এদিকে ওই কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম