Logo
Logo
×

ক্যাম্পাস

জবিতে সশরীরে ক্লাশ শুরু ১৮ আগস্ট

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১০:৩৬ পিএম

জবিতে সশরীরে ক্লাশ শুরু ১৮ আগস্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাশ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী এ সিদ্ধান্ত নেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার পদগুলো শূন্য। এখন শিক্ষার্থীদের ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সশরীরে ক্লাশ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কোষাধ্যক্ষের পদে থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় আইনে বলা আছে- উপাচার্যের শূন্য পদে নবনিযুক্ত উপাচার্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত চ্যান্সেলরের ভিন্নরূপ সিদ্ধান্ত না থাকা সাপেক্ষে ভাইস-চ্যান্সেলরের (ভিসি) দায়িত্ব পালন করবেন ট্রেজারার। আমি মনে করি, আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি তা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য।

গত ৮ আগস্ট সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, ১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাশ নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায় শিক্ষক-শিক্ষার্থীদের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম