Logo
Logo
×

ক্যাম্পাস

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ক্রীড়া প্রতিযোগিতা

‘খেলাধুলায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম

‘খেলাধুলায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে’

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্রীড়া বোর্ড মাঠে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান পুরস্কার বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস শাহীন আখতার। কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব লে. কর্নেল মো. আবু সাঈদ। এছাড়া বিজিবির অন্যান্য কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে। মানসিক বিকাশ এবং আত্ম-গৌরব অর্জন হয়। তাই শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হতে হবে। দেশ ও দেশের মানুষের প্রতি এবং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা বুকে ধারণ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে লে. কর্নেল মো. আবু সাঈদ বলেন, খেলাধুলা সব সময় নেতৃত্ব, ধৈর্য, দলগত প্রচেষ্টা, সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই এবারের ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তিনি জানান, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত বছর বিভিন্ন পর্যায়ে মোট ২২৯টি পুরস্কার অর্জন করে। আমার বিশ্বাস এই সংখ্যা আরও বাড়বে। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেন- পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। তার নেতৃত্বে বাংলাদেশ এখন খেলাধুলায় অনেক এগিয়ে গেছে। 

অনুষ্ঠানে জানানো হয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়- কলেজের বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান হাউস, বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান হাউসের প্রায় চার হাজার শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান হাউস চ্যাম্পিয়ন এবং বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল হাউস রানার আপ হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম