এশিয়াটিক সোসাইটির সভাপতি হারুন সম্পাদক সিদ্দিকুর
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৭ পিএম
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ২০২৪-২৫ সেশনের মঙ্গলবার জন্য নতুন কাউন্সিল গঠিত হয়েছে। এতে ৪৯০ ভোট পেয়ে মূল ধারা প্যানেল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ সভাপতি এবং একই প্যানেল থেকে ৫৮৯ ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি ড. হাফিজা খাতুন, ড. সাজাহান মিয়া ও ড. ইয়ারুল কবীর। কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল মজিদ, সম্পাদক ড. মো. আবদুর রহিম।
সদস্য পদে নির্বাচিতরা হলেন- অধ্যাপক ড. একেএম গেলাম রাব্বানী, ড. মাহবুবা নাসরীন, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. সাদেকা হালিম, ড. আশা ইসলাম নাঈম, ড. আবদুল বাছির, ড. নাজমা খান মজলিস, মো. আব্দুল করিম, সুচীতা শারমীন এবং ড. সাব্বীর আহমেদ।