বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৫৫ পিএম
পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বছর প্রথমবারের মতো চারটি বিভাগে শিক্ষার্থী ভর্তি শুরু হচ্ছে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরসহ ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ওই ভর্তি পরীক্ষা (এ ইউনিট) অনুষ্ঠিত হবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কমিটির প্রথম সভায় ভর্তির তারিখ চূড়ান্ত করা হয়। চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিনটি গুচ্ছে ভাগ হয়ে মোট ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেবে। এর মধ্যে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছে আছে ২৪টি বিশ্ববিদ্যালয়। এবার দুটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে নতুন করে যুক্ত হয়েছে। নতুন এ দুটি বিশ্ববিদ্যালয় হলো- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. কাজী সাইফুদ্দীন বলেন, গুচ্ছ পদ্ধতিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি বিভাগে ১৬০ শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের চারটি বিভাগে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৭ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিরোজপুর-গোপালগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে পিরোজপুর সদর উপজেলার কদমতলায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।