Logo
Logo
×

ক্যাম্পাস

সাংবাদিক নির্যাতন: জাবি ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে শাস্তি, বহিষ্কার ৪

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:০১ পিএম

সাংবাদিক নির্যাতন: জাবি ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে শাস্তি, বহিষ্কার ৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাংবাদিক নির্যাতনের ঘটনায় শাখা ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে স্থগিত বহিষ্কারাদেশসহ ছয়জনকে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্তদের একজন শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং অন্যরা সক্রিয় কর্মী।

সোমবার উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩১৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

সিন্ডিকেটের একাধিক সদস্য সূত্রে জানা গেছে, ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুর রহমান সুমন ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের তাওসিফ সারার তুনানকে ছয় মাসের বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী হৃদয় রায় ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম হোসেনকে তিন মাসের বহিষ্কার ও দশ হাজার টাকা জরিমানা এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসাইন জিদান ও ইতিহাস বিভাগের আব্দুল্লাহ আল আদনানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। স্থগিত বহিষ্কারাদেশের অধীন শাস্তিপ্রাপ্তরা ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারলেও পরবর্তীতে কোনো ঘটনায় তারা জড়িত হলে তাৎক্ষণিক বহিষ্কারাদেশ কার্যকর হবে। শাস্তিপ্রাপ্তদের মধ্যে আব্দুল্লাহ আল আদনান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। বাকিরা সক্রিয় কর্মী। 

২১ আগস্ট রাতে হলের অতিথি কক্ষে ছাত্রলীগের চলমান গেস্টরুমের ভিডিও ধারণ করার সন্দেহে তাদের বিরুদ্ধে বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ আল মামুনকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সভায় শাস্তির এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম