Logo
Logo
×

ক্যাম্পাস

জাবিতে ভবন নির্মাণ দাবি আইবিএ শিক্ষার্থীদের

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ১০:৪১ পিএম

জাবিতে ভবন নির্মাণ দাবি আইবিএ শিক্ষার্থীদের

নিজস্ব অর্থায়নে অবিলম্বে নতুন ভবন নির্মাণের কাজ শুরুর দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস আ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে।

রোববার আইবিএ’র শিক্ষার্থীরা সকাল সাড়ে নয়টায় সমাজবিজ্ঞান অনুষদ থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করে ও আইবিএ ভবন নির্মাণের কাজ পুনরায় সচল করার লক্ষ্যে ৪ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে।

এ সময় শিক্ষার্থীরা জানায়, যতদিন আইবিএ ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু না হবে ততদিন পর্যন্ত আমরা আইবিএ’র সব শিক্ষার্থীরা সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক ক্লাস, পরীক্ষা বর্জন করলাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে।

এ ব্যাপারে প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপন করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম