Logo
Logo
×

ক্যাম্পাস

যৌন নিপীড়নের অভিযোগে জবি ছাত্র বহিষ্কার

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০১:১৪ এএম

যৌন নিপীড়নের অভিযোগে জবি ছাত্র বহিষ্কার

যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার নাম মো. আশিকুল ইসলাম। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৬২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আশিকুল ইসলামকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তার সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রতীয়মান হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে একাধিক ছাত্রী যৌন নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ করেছেন। অভিযোগ অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা এবং পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আশিকুলের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা কার্যকর থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম