জোর করে শিক্ষার্থীদের সমাবেশে নেওয়ার অভিযোগ ঢাবি হল ছাত্রলীগের বিরুদ্ধে

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০৯:৪৫ পিএম

আওয়ামী লীগের তিন ভ্রাতৃপ্রতীম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে জোর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তি সমাবেশে হলগুলো থেকে শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক করে নির্দেশনা দেওয়া হয়। মেসেঞ্জার গ্রুপে নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট হল শাখা ছাত্রলীগের নেতারা বলেন, ‘কর্মসূচিতে সর্বোচ্চ উপস্থিতি যেন নিশ্চিত করা হয়। সমাবেশে না গেলে পরবর্তীতে হল ছাড়তে হবে।’
বৃহস্পতিবার রাত থেকে মেসেঞ্জার গ্রুপের একাধিক স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, যেকোনো মূল্যে সবাই যেন হলে অবস্থান করে এবং প্রোগ্রামে উপস্থিত থাকে সেটা নিশ্চিত করতে বলেছেন নেতারা।’
বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিরুল ইসলাম সাকিব নামে ফাঁস হওয়া স্ক্রিনশটে লেখা রয়েছে, ‘জুমার নামাজের আগেই সবাই খেয়ে নিবা, নামাজ শেষ হওয়া মাত্র বের হবো আমরা। নামাজের পরে খেতে যাওয়ার কথা যেন কারো মুখে না শুনি। সব রুমের সবাইকেই আসতে হবে, যারা বিভিন্ন কাজে হলের বাইরে তাদের ফিরে আসতে বল। যে রুম থেকে মিসিং হবে সে রুমে রাতে তৃতীয় বর্ষ যাবে। প্রোগ্রামটা গুরুত্বপূর্ণ, কেউ মিস দেওয়ার চিন্তা করিও না। শুক্রবার আমরা কমপক্ষে ৬০ জন নিয়ে প্রোগ্রামে যাব। অবশ্যই শেষ পর্যন্ত সবার থাকা লাগবে, জুমার নামাজ শেষ করা মাত্রই মিনি গেস্টরুমে থাকবে সবাই। আবারও বলছি আগেই খেয়ে নিবা।’
স্ক্রিনশটে প্রোগ্রামের জন্য দ্বিতীয় বর্ষের কাউকে ছুটি না দিতে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়। যারা প্রোগ্রামে উপস্থিত থাকবে না তাদের হলে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
নাম ও হল প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘হলটা ছাত্রলীগ নিজেদের সম্পত্তি বানিয়ে রেখেছে। একটা সিট দেওয়ার নাম করে সারা বছর হাড়ভাঙা পরিশ্রম করায়। রাতে গেস্টরুম, দিনে প্রোগ্রাম চলছেই। এ যেন শেষ হওয়ার নয়। জোর করে, হুমকি দিয়ে, হল থেকে বের করে দেবে বলে সবাইকে প্রোগ্রামে যেতে বাধ্য করা হয়। কথা না শুনলে অকথ্য ভাষায় গালাগাল শুনতে হয়। মানসিক অত্যাচার সহ্য করতে হয়। শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে, কিন্তু এসবের ফলে সবাই পড়াশোনাবিমুখ হয়ে ভিন্ন পথে ধাবিত হয়।’
ছড়িয়ে পড়া স্ক্রিনশটের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির গণমাধ্যমকে বলেন, ‘এগুলো সম্পূর্ণ ভুয়া। এসবের কোনো ভিত্তি নেই।’