ফাইল ছবি
ঘূর্ণিঝড় মোখার প্রভাব বিবেচনায় রবি ও সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
কেএম নুর আহমদ যুগান্তরকে বলেন, রোববারের ক্লাস ও পরীক্ষা উভয় স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার কারণে সোমবারের ক্লাস আগেই স্থগিত করা হয়েছিল। এখন পূর্বনির্ধারিত পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছে।
আগামী ১৬-২৫ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ভর্তি পরীক্ষার বিষয়টি ইউজিসি থেকে নির্ধারিত। তাই আমরা এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব বিবেচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা এ বিষয়ে সচেতন আছি।