
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ এএম
গাজায় গণহত্যার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৫০ এএম

আরও পড়ুন
গাজায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এই আন্দোলনের অংশ হিসেবে তারা ঘোষণা দিয়েছে, সোমবার (৭ এপ্রিল) একদিনের জন্য ক্লাস, পরীক্ষা ও ল্যাবসহ সব একাডেমিক কার্যক্রমে অংশ নেবে না।
রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে শিক্ষার্থীরা জানায়, ‘যখন গাজা ইসরাইলি আগ্রাসনে পুড়ছে, তখন আমরা আর নীরব থাকতে পারি না। গণহত্যা, বিমান হামলা, ক্ষুধা ও ধ্বংসযজ্ঞ—এসব বিচ্ছিন্ন যুদ্ধাপরাধ নয়, বরং একটি জেনোসাইডের স্পষ্ট নিদর্শন। ঘরবাড়ি, হাসপাতালসহ গোটা পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। অথচ বিশ্ব নির্বিকার।’
তারা আরও বলেছে, ‘আমরা গাজার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এবং ন্যায়বিচারের দাবি জানাতে গ্লোবাল স্ট্রাইকে অংশ নিচ্ছি। আগামীকাল সোমবার (৭ এপ্রিল) আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমস্ত ক্লাস, পরীক্ষা ও ল্যাব থেকে বিরত থাকব।’
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনও শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে জানান, ‘ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রতিবাদে "দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা" শীর্ষক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আগামীকাল ৭ এপ্রিল ২০২৫ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হবে এবং ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।’
ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ
আরও পড়ুন