
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৯:০৫ এএম
ইসরাইলি আগ্রাসন: প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:০৩ পিএম

আরও পড়ুন
দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, আগামীকাল সোমবার তারা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না। বেলা ৩টায় তারা রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবেন। তাদের দাবি, ইসরাইলের এ গণহত্যা বন্ধের পাশাপাশি তাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে জোরালো অবস্থান নিতে হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফ্রান্সিস ফরিদ বলেন, গাজায় যা হচ্ছে এটা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। গাজাকে নিজেদের দখলে নিতে ইসরাইল এ নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। কিন্তু এটা স্পষ্ট, ফিলিস্তিন রাষ্ট্রকে সব সময় ফিলিস্তিন, গাজাকে গাজা হিসেবেই মানুষ চিনবে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকিব হাসান বলেন, যুদ্ধবিরতি বলতে কিছু নেই। ইসরাইল গোলকধাঁধা তৈরি করে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর বিরুদ্ধে সব মুসলিম দেশকে একত্র হয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।