
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১২:১৫ এএম
পরিবার ছেড়ে ক্যাম্পাস পাহারায় জাবির নিরাপত্তাকর্মীরা

জাবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৩:৪৫ পিএম

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির সময়। এই আনন্দ যখন সবাই পরিবারের সঙ্গে কাটায়, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিরাপত্তাকর্মীরা থাকেন ক্যাম্পাস পাহারায়। শত শত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা যখন বাড়ির পথে, তখন ফাঁকা ক্যাম্পাসের নিরাপত্তার ভার কাঁধে তুলে নেন এসব নিরলস নিরাপত্তাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন একটি ছোট শহর। বিশাল এ এলাকা সার্বক্ষণিক
নিরাপদ রাখতে দিনরাত কাজ করেন প্রায় শতাধিক নিরাপত্তাকর্মী। বছরের অন্যান্য সময়ের মতো
উৎসবকালেও থেমে থাকে না তাদের দায়িত্ব। বিশেষ করে ঈদ বা অন্যান্য বড় উৎসবে ক্যাম্পাস
যখন জনশূন্য হয়ে পড়ে, তখন তাদের দায়িত্ব আরও বেড়ে যায়।
নিরাপত্তাকর্মী আলী নুর বলেন, ‘সবাই যখন বাড়ি যায়, তখন আমরা ক্যাম্পাস
পাহারা দেই। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে মন চায় ঠিকই। কিন্তু আমাদের দায়িত্ব আছে। বিশ্ববিদ্যালয়ের
নিরাপত্তার জন্য এ সময়টায় আমরা দায়িত্বে থাকি।’
নিরাপত্তা শাখার এক কর্মকর্তা জানান, ঈদের সময় জাবি ক্যাম্পাসে বিশেষ
টহল ব্যবস্থা চালু থাকে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। এমনকি
রাতের বেলায়ও বিশেষ নজরদারি চলে।
প্রতিবারের মতো এবারের ঈদেও নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাবেন জাবির নিরাপত্তাকর্মীরা।
উৎসবের আনন্দের আড়ালে তাদের এ নিরলস পরিশ্রমই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে।