
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ১০:০০ পিএম
বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে বাকৃবি ছাত্রদল

বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:০৫ পিএম

আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীগুলো সাধারণত শিক্ষার্থী ও কর্মচারীদের থেকে খাবার খেয়ে বেঁচে থাকে। ঈদের দীর্ঘ ছুটির কারণে খাবারের অভাবে তারা দুর্ভোগে পড়েছে। বন্ধ ক্যাম্পাসে এসব প্রাণীর জন্য খাবার ও চিকিৎসাসেবার জন্য এগিয়ে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।
জানা যায়, বাকৃবি ছাত্রদলের সদস্যরা প্রতিদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের জন্য খাবার সরবরাহ করছে। তারা ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ পুষ্টিকর খাবার দিচ্ছে, যাতে প্রাণীগুলো সুস্থ থাকতে পারে। পাশাপাশি, অসুস্থ ও আহত প্রাণীদের জন্য তারা ওষুধ ও চিকিৎসা দিচ্ছে।
বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, মানুষের পাশাপাশি অবলা প্রাণীরাও আমাদের সমাজের অংশ। তারা যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করছি। যতদিন ক্যাম্পাস বন্ধ থাকবে, ততদিন আমরা প্রাণীগুলোর জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখব।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, আওয়ামী দুঃশাসন আমলে অমানবিকতার যে নজির দেখেছি সেই অন্ধকার দূর করতে মানবতার আলো ছড়িয়ে দিতে চায় জাতীয়তাবাদী ছাত্রদল। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানবতা প্রতিষ্ঠিত হোক প্রতিটি হৃদয়ে। নিরাপদ থাকুক সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষসহ প্রতিটি প্রাণী।