
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৩:১৪ এএম
ঢাকা রেসিডেনসিয়াল কলেজে স্বাধীনতা দিবস উদযাপন

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১০:৩৪ পিএম

আরও পড়ুন
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এসব কর্মসূচির মধ্যে ছিল ২৬ মার্চ বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অঙ্কুর গ্রুপের ছাত্রদের জাতীয় স্মৃতিসৌধ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির কিশলয় গ্রুপের ছাত্রদের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, নবম থেকে দশম শ্রেণির পল্লব গ্রুপের ছাত্রদের মুক্তিযুদ্ধ থেকে জুলাইয়ের আন্দোলন এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শতদল গ্রুপের ছাত্রদের স্বাধীনতার বিজয়ের উৎসব বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এছাড়া তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অঙ্কুর গ্রুপের ছাত্রদের বাংলাদেশের স্বাধীনতা ও শহিদদের অবদান, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির কিশলয় গ্রুপের ছাত্রদের ২৫ মার্চের ভয়াল রাত ও ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা, নবম থেকে দশম শ্রেণির পল্লব গ্রুপের ছাত্রদের গণহত্যা থেকে মুক্তিযুদ্ধ: বাংলাদেশের স্বাধীনতার কণ্টক পথ এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শতদল গ্রুপের ছাত্রদের ২৫ মার্চ: ইতিহাসের নির্মম অধ্যায় ও ২৬ মার্চ: স্বাধীনতার অভিযাত্রা বিষয়ে রচনা প্রতিযোগিতা এবং ছাত্র, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলেজে লাল ও সবুজ রঙের আলোকসজ্জা করা হয়।