
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ১১:৪২ পিএম
চবির ডি ইউনিটে ফেল ২৯৫৭১

চবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৩০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেল করেছেন ২৯ হাজার ৫৭১ জন ভর্তিচ্ছু। এতে পাশ করেছেন ১৭ হাজার ৯৮ ভর্তিচ্ছু। এছাড়া ৬০৮ পরীক্ষার্থীর ওএমআর বাতিল হয়েছে।
মঙ্গলবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলাউদ্দিন মজুমদার। সোমবার সন্ধ্যায় চবির ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।
ডি ইউনিটের ১২টি বিভাগে সাধারণ আসন রয়েছে ৮৬২টি। বিভাগগুলো হলো- অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, যোগাযোগ ও সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স ও আইন। এছাড়া উচ্চ মাধ্যমিকে মানবিক শাখায় পড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং মানোবিজ্ঞান।
গত ২২ মার্চ চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১ মার্চ এ ইউনিট, ৮ মার্চ বি ইউনিট, ১০ মার্চ বি-১ উপ-ইউনিট, ১১ মার্চ বি-২ উপ-ইউনিট, ১৫ মার্চ সি ইউনিট ও ২৪ মার্চ ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।