
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০২:৩৮ এএম

চবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:০৮ পিএম
-67e19185e03db.jpg)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তনে মূল সনদ নেওয়া শিক্ষার্থীদের নিবন্ধনের তারিখ পরিবর্তিত হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে।
সোমবার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী।
১৫ মার্চ থেকে অনলাইনে সমাবর্তনের নিবন্ধন শুরু হয়েছে; যা চলবে ৩০ মার্চ পর্যন্ত। এরপর ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত যারা মূল সনদ উত্তোলন করেছেন তারা আবেদন করতে পারবেন। মূল সনদ উত্তোলনকারীদের নিবন্ধন ফি ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এতে পিএইচডি, এমফিল, এমডি, এমএস, এমফিল (চিকিৎসা বিজ্ঞান) ডিগ্রিধারীদের নিবন্ধন ফি ৫ হাজার টাকা এবং অনার্স, মাস্টার্সসহ অন্যান্য প্রতিটি ডিগ্রির জন্য ৩ হাজার টাকা নিবন্ধন ফি রাখা হয়েছে।