
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১১:৩২ পিএম
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে ৩ দাবি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

আরও পড়ুন
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নে ৩ দফা দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির সদস্য সচিব মাওলানা মো. আল আমিন এই দাবি জানান।
এ সময় তিনি বলেন, আমাদের দাবি সব ইবতেদায়ি মাদ্রাসা প্রাইমারির মতো একযোগে জাতীয়করণ করতে হবে। শুধুমাত্র ১৫১৯টি জাতীয়করণ করলে হবে না।প্রাথমিক বিদ্যালয় ঠিক যেভাবে জাতীয়করণ হয়েছে, আমরাও একইভাবে প্রস্তাবনা দিয়েছি।
প্রস্তাবনা তুলে ধরে মাওলানা মো. আল আমিন বলেন, ১৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা (মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী), রেজিস্ট্রেশন কোডভুক্ত ৫৪৭৮টি (বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তালিকা অনুযায়ী) ও রেজিস্ট্রেশনভুক্ত কোড বিহীন (চলমান হালনাগাদ জরিপ অনুযায়ী) ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করতে হবে।
এ সময় তিনি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা-২০২৫ চূড়ান্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহারকরণের নির্দেশ দেওয়ার দাবি জানান।এ ছাড়া রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণের নির্দেশ দেওয়ারও দাবি জানান তিনি।
এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় ১ জন অফিস সহায়কের পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করার দাবি জানান মাওলানা মো. আল আমিন।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাসুদুল হক, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মুখ্যপাত্র এসএম জয়নাল আবেদীন জিহাদী, মহাসচিব মো. শামসুল আলম, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলম প্রমুখ।