গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে জবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:৩৬ এএম
-67dc601f77cd3.jpg)
গাজায় ইসরাইলের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠার নামে মুসলিম নিধন চলছে। মোড়ল দেশগুলো এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। মুসলিমদের উপর যে হত্যাকান্ড চলছে তা দেখেও মুসলিম দেশগুলো চুপ এটা আমাদের কষ্টের বিষয়। ইসরাইলি আগ্রাসন বন্ধের এখনই উপযুক্ত সময়। নাহলে আজ ফিলিস্তিন, কাল বিশ্বের প্রতিটা মুসলিম দেশে এই বর্বরতা প্রতিষ্ঠিত হবে।
মানববন্ধনে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, দীর্ঘ ৭০-৮০ বছর ধরে এই হত্যাযজ্ঞ চলছে। আমরা চাই ফিলিস্তিনের মানুষ এই হত্যাযজ্ঞ থেকে মুক্তি পাক। বিশ্ববাসীর প্রতি আমাদের আহ্বান, আপনারা ফিলিস্তিনের মজলুম ভাই-বোনদের পাশে দাঁড়ান।
প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ফিলিস্তিনিরা আজকে হামলার শিকার হচ্ছে। আমাদেরও একই অবস্থা হতে পারে। তাই সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বাংলাদেশে বিগত বছরগুলোতে অসংখ্য ইসরায়েলি পণ্য কেনা হয়েছিল, যা দিয়ে দেশের জনগনের ওপর গুপ্তচর বৃত্তি চালানো হয়েছে। সেসব পণ্য নিষিদ্ধ করতে হবে। বিগত সময়ে যত ইসরাইলি জাহাজ দেশে এসেছে, সবগুলোর তথ্য প্রকাশ করতে হবে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, আমরা বাংলাদেশে থেকে ফিলিস্তিনের জন্য আমরা বেশি কিছু করতে পারবো না। আমরা আজ এখানে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জালেমদের হাত থেকে আল্লাহ যেন ফিলিস্তিনিদের রক্ষা করেন। আমরা হত্যাকারীদের বিরুদ্ধে ঘৃণা জানাচ্ছি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।