
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৮:১৭ পিএম
আন্দোলনে হামলাকারী কুবির ডেপুটি রেজিস্ট্রার জাকির বরখাস্ত

কুবি প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০১:৫৮ পিএম

আরও পড়ুন
চব্বিশের গণআন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার (ওএসডি) মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেফতারের করা হয় গত ১৪ জানুয়ারি।
গ্রেফতারের পর আইনি পরামর্শের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, মোহাম্মদ জাকির হোসেনকে গত ১৩ জানুয়ারি জেলা গোয়েন্দা পুলিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করে। পরে বিশ্ববিদ্যালয়ের আইনি পরামর্শক লিখিত মতামতে তাকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেন।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯ (২) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ (১) অনুযায়ী ১৩ জানুয়ারি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়, যা কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি চাকরিবিধি অনুযায়ী খোরপোষ ভাতা (Subsistence Allowance) প্রাপ্য হবেন।
উল্লেখ্য, জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের ওপর ২৯ জুলাই হামলার মামলার আসামি হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাবেক সভাপতি জাকির হোসেন আটক করে পুলিশ। এর আগে ৯৫ তম সিন্ডিকেট সভায় শিক্ষকদের থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়ার হুমকি দেওয়ায় তাকে ওএসডি করা হয়।