
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ১২:৩৬ এএম
জবি শিক্ষার্থীকে মারধর, ১০ বাস আটক

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গাবতলী লিংক (প্রা.) লিমিটেডের ১০টি বাস ক্যাম্পাসে আটকে রেখেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) সকালে যাত্রাবাড়ী থেকে বাসগুলো নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে আটক রাখেন তারা। মারধরের শিকার শিক্ষার্থীর নাম কিরণ কুমার রবিদাস। তিনি ২০২৩-২৪ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, গুলিস্তান থেকে কল্যাণপুর বাসস্ট্যান্ড যাওয়ার জন্য ৮ নাম্বার গাবতলী বাসে ওঠেন রবিদাস; কিন্তু যথাসময়ে বাস না ছাড়া এবং ইফতারের সময় হয়ে আসায় বাস কন্ডাক্টর ও হেলপারের সঙ্গে বাগবিতণ্ডা হয় একাধিক যাত্রীর। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গেও একপর্যায়ে হাতাহাতি হয় বাস ড্রাইভারের। পরবর্তীতে বাস ছেড়ে দিলে একে একে সবাই নেমে গেলেও কল্যাণপুরে নামতে দেয় না রবিদাসকে। বাসে তাকে আটকে রেখে গালিগালাজ, ডাবল ভাড়া নেওয়া ও বাস স্টাফদের জড়ো করে মারধর করা হয়। প্রাণ বাঁচানোর জন্য একটা বাইকে করে সেখান থেকে সে পালিয়ে আসেন।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী কিরণ কুমার রবিদাস বলেন, আমি অন্য যাত্রীদের মতোই শুধুমাত্র যথাসময়ে বাস ছাড়ার কথা বলেছি; কিন্তু আমাকে আলাদাভাবে আটকে রেখে মারধর করেছে। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমাকে তারা মারল। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন, তারা যেন সুষ্ঠু বিচার করে।
গাবতলী লিংক (প্রা.) লিমিটেডের বাসের এক হেলপার বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দেখি। আমাদের স্টাফদের মধ্যে যারা এ কাজ করেছেন তারা বড় ধরনের অপরাধ করেছেন। তাদের মোটেও এটা করা উচিত হয়নি। আমাদের বাস মালিকপক্ষ আসছেন। তারা এসেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলবেন। আমরা সুষ্ঠু সমাধান চাই।
গাবতলী লিংক (প্রা.) লিমিটেডের এমডি রুবেল জানান, আমরা গতকাল রাতেই এ বিষয়ে অবগত হয়েছি। এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে আসলে বুঝিনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসে যতদ্রুত সম্ভব এর সুষ্ঠু সমাধান করব।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ড. একেএম রিফাত হাসান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী এখনো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রশাসন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে একাধিকবার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।