Logo
Logo
×

শিক্ষাঙ্গন

হলে সিটের দাবিতে বাকৃবি ছাত্রীদের সড়ক অবরোধ

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:৩০ পিএম

হলে সিটের দাবিতে বাকৃবি ছাত্রীদের সড়ক অবরোধ

হলে সিটের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেয়েদের আবাসিক সুলতানা রাজিয়া হলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হলের সামনের সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন হলটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ‘গণরুম নাকি জেল, প্রশাসনের নাকে তেল’, ‘হলে হলে বৈষম্য, চলবে না চলবে না’, ‘সিঙ্গেল বেডে দুইজন করে, থাকব না থাকব না’সহ নানা স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের দাবি দ্রুত গণরুম থেকে সরিয়ে নিয়মিত কক্ষে আবাসনের ব্যবস্থা করতে হবে। হলে আসন দিতে সময় লাগলে অন্তত আপাতত যেন একজন শিক্ষার্থীকে এক বেডে থাকার ব্যবস্থা করা হয়।

জানা যায়, দীর্ঘ দেড় বছর ধরে তারা অস্বাস্থ্যকর ও দুর্বিষহ পরিবেশে বসবাস করছেন। একজনের বেডে দুইজন করে থাকছেন, আর মাত্র চারটি বাথরুম ব্যবহার করছেন ১২৬ জন শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই হলের এক শিক্ষার্থী বলেন, চারটি গণরুমে ১২৬ জন থাকছি। এক বেডে দুইজন করে ঘুমাচ্ছি। মাত্র চারটি বাথরুম ব্যবহার করতে হচ্ছে সবাইকে। এতদিন ধৈর্য ধরেছি, কিন্তু এখন আর সম্ভব না। আমরা সিট চাই।

আরেকজন বলেন, কয়েক দিন আগে হল প্রভোস্টের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের ছাত্রবিষয়ক উপদেষ্টার কাছে পাঠান। সেখানে গিয়েও কোনো সমাধান পাইনি। সবাই শুধু অসহায়ত্ব প্রকাশ করছে, কিন্তু আমাদের সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক বলেন, সুলতানা রাজিয়া হলের শিক্ষার্থীরা গণরুম সমস্যার বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেছিল। আমি তাদের তখন বুঝিয়েছিলাম যে, রাতারাতি এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। হলে খালি আসন না থাকলে তো তাদের আসন বরাদ্দ দেওয়া যাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে যাতে যতদ্রুত সম্ভব শিক্ষার্থী এই সমস্যা সমাধান করা যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম