Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবিতে ১৫ জুলাইকে ‘কালরাত’ ঘোষণা, ৪ হলের নাম প্রত্যাহার

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:৫১ পিএম

জাবিতে ১৫ জুলাইকে ‘কালরাত’ ঘোষণা, ৪ হলের নাম প্রত্যাহার

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার ঘটনায় ১৫ জুলাই রাতকে ‘কালরাত’ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার দিবাগত রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান।

এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ১৫ জুলাই রাতকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘কালরাত’ ঘোষণা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা চারটি হলের নাম প্রত্যাহার করা হয়েছে। হলগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল ও বঙ্গমাতা বেগম  ফজিলাতুন্নেছা মুজিব হল। হলগুলোর নতুন নামকরণের জন্য একটি স্ট্রাকচার কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে পৌঁছলে ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। ওই হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও নারী শিক্ষার্থীসহ অর্ধশতাধিক আহত হন। হামলার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা শহিদ মিনারের পাদদেশে জড়ো হয়ে পরবর্তী কর্মসূচি ঠিক করেন। একই দিনে মাঝরাতে তৎকালীন উপাচার্যের বাসভবনে আটকা পড়ে আন্দোলনকারী শতাধিক শিক্ষার্থী। এ সময়ে ছাত্রলীগ এবং বহিরাগত সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা করে। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম