জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের ঈদ উপহার ছাত্রদলের

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের ঈদ উপহার দিয়েছে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলগাঁও এলাকায় ঈদ উপহার বিতরণ করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান নাহিন, সামির সরদার, তামজিদ আহমেদবে উপহার তুলে দেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন।
এ সময় উপস্থিত ছিলেন খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফারুক মিয়া।
স্বেচ্ছাসেবী সংগঠন মডেলিয়ান এক্সপ্রেসের সিনিয়র সহ-সভাপতি আসোয়াদ ডালি, সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খিলগাঁও থানার যুগ্ম সদস্য সচিব এ আর রাফিন সোহাগ এ সময় উপস্থিত ছিলেন।