Logo
Logo
×

শিক্ষাঙ্গন

বিনামূল্যে শিক্ষা দেবে হাভার্ড বিশ্ববিদ্যালয়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০২:৫৭ পিএম

বিনামূল্যে শিক্ষা দেবে হাভার্ড বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের জন্য সুখবর দিল হাভার্ড বিশ্ববিদ্যালয়।বছরে ২ লাখ ডলার বা তার কম আয়কারী পরিবারের শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা দেবে বিশ্ববিদ্যালয়টি। 

২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হতে যাওয়া এই উদ্যোগের লক্ষ্য-আইভি লীগ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিস্তৃত পরিসরে প্রবেশাধিকার বৃদ্ধি করা।

৫৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদানকারী এই বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে নিম্ন আয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে আসছে।  এর আগে শুধুমাত্র বার্ষিক ৮৫ হাজার ডলারের কম আয়কারী পরিবারগুলো এ সুযোগ পেত।  তবে সংশোধিত নীতিমালার অধীনে এক লাখ ডলারের আয়কারী পরিবারের শিক্ষার্থীরাও অতিরিক্ত আর্থিক সহায়তার জন্য যোগ্য হবে।

এই সহায়তা প্যাকেজে কেবল টিউশন ফি নয়,  আবাসন, খাবার, স্বাস্থ্য বীমা এবং ভ্রমণের খরচও রয়েছে। 

হার্ভার্ডের সভাপতি অ্যালান গার্বার এই উদ্যোগকে বৃহত্তর অন্তর্ভুক্তির দিকে একটি পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেছেন, নীতিটি ‘প্রতিটি ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্ভব করে তুলবে। ’ 

হার্ভার্ডের কলা ও বিজ্ঞান অনুষদের ডিন হোপি হোয়েকস্ট্রাও বলেন, এই পদক্ষেপ আর্থিক অবস্থার চেয়ে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতিকে গুরুত্ব দেয়। 

হার্ভার্ডে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য টিউশন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৫৫০ ডলার।  এছাড়া জীবনযাত্রার ব্যয় বিবেচনা করলে বার্ষিক মোট খরচ ৮০ হাজার ছাড়িয়ে যায়। 

মধ্যম আয়ের পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা সম্প্রসারণে হার্ভার্ড একা নয়; পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, টেক্সাস বিশ্ববিদ্যালয় এবং ডার্টমাউথ কলেজসহ অন্যান্য শীর্ষস্থানীয় মার্কিন প্রতিষ্ঠানগুলোও একই ধরনের নীতি চালু করেছে।

তথ্যসূত্র: সামটিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম