কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল, প্রতি আসনে পরীক্ষার্থী ২৫

বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০১:৩৩ পিএম

সারাদেশে একযোগে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী মাসের ১২ তারিখে। কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বমোট আসন তিন হাজার ৭১৮টি, আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ জন। সে হিসাবে এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ২৫ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।
সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড
ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষার
কেন্দ্র সর্ম্পকে তিনি জানিয়েছেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে একাধিক উপকেন্দ্র রাখা হতে পারে।
কৃষি গুচ্ছের ওয়েবসাইট থেকে জানা গেছে, ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল
সকাল ১১টায় শুরু হয়ে চলবে ১২টা পর্যন্ত। ফলাফল প্রকাশিত হবে ১৭ এপ্রিল।
কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল
সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ
কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।