ধর্ষণের শাস্তি দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘প্রতীকী ফাঁসি’

রাবি প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৫:৫৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড। তার পাশেই গড়ে তোলা হয়েছে একটি ফাঁসির মঞ্চ। সেই মঞ্চের ফাঁসির রশিতে ঝুলে আছেন মুখে কালো কাপড় মোড়ানো এক ধর্ষক। তবে তিনি বাস্তবে কোনো ধর্ষক নন। ধর্ষক চরিত্রে প্রতীকী অভিনয় করেছেন এক শিক্ষার্থী।
দেশব্যাপী অব্যাহত ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে এই প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কর্মসূচিতে চোখে-মুখে কালো কাপড় পরিধান করে দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ধর্ষকের ‘প্রতীকী ফাঁসি’ দেওয়া হয়। সেইসঙ্গে বিভিন্ন দ্রোহের গান, কবিতা ও একক অভিনয় পরিবেশন করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী মাহাইর ইসলাম বলেন, আজকে প্রতীকী ফাঁসির কর্মসূচির মাধ্যমে আমরা সারা দেশে উপস্থাপন করতে চেয়েছি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে হবে। সেইসঙ্গে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আমাদের বোনদের নিরাপত্তাহীনতার প্রতি আঙুল তুলে আমরা বেশকিছু দ্রোহের কবিতা পাঠ করেছি। ক্যাম্পাসের তুখোড় আবৃত্তি শিল্পীরা কবিতাগুলো পাঠ করেছেন।
কর্মসূচিতে অংশ নিয়ে সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আমরা বিগত দিনগুলোতে দেখেছি ধর্ষিতাই সমাজে লাঞ্ছিত হয়, অথচ ধর্ষক রাজনৈতিক ক্ষমতার বলে উচ্চবিলাসী জীবনযাপন করে। সমাজ বাস্তবতায় পরিস্থিতি এমন যে একজন ধর্ষিতার কাছের মানুষ থেকে শুরু করে পরিবার কেউ তাকে রাখতে চায় না। বর্তমান ২০২৫ সালে এসেও যদি ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটতে থাকে এবং আমরা প্রতিবাদ না জানাই তবে বুঝতে হবে এই সমাজে উন্নতি ঘটেনি। এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের জন্য আমরা সরকারের সক্রিয় ভূমিকা আশা করছি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।