
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ এএম
বার কাউন্সিলের ফি কমানোর দাবিতে ইবিতে আবার মানববন্ধন

ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৭:৫২ পিএম

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানোর দাবিতে ফের মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
রোববার বেলা সাড়ে ১১টায় ‘আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবী’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি হয়। এ সময় পরীক্ষার ফি ৪০২০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করার দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, ‘অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই’, ‘বৈষম্যমূলক ফি বাতিল চাওয়া আমাদের অধিকার, কোনো অযৌক্তিক আবদার নয়’, ‘৪০২০ টাকা ফি কি মগের মুল্লুক?’ ‘শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন’, ‘বাংলাদেশ বার কাউন্সিল সুবিবেচক সিদ্ধান্ত নিন’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে তারা বলেন, ইন্টিমেশন দেওয়ার পর প্রথমেই রেজিস্ট্রেশনের জন্য ১০৮০ টাকা দিতে হয়। এরপর আবার পরীক্ষায় বসার জন্য ৪০২০ টাকা দিতে হয়। বিসিএসসহ অন্যান্য চাকরির ফি কমানো হয়েছে। আমাদের দোষটা কী? আমাদের দাবি ৪০২০ টাকা থেকে কমিয়ে ফি ৩০০ টাকা নির্ধারণ করুন। আমরা এই যৌক্তিক দাবি আদায় না করে ঘরে ফিরব না।
এর আগে গত সোমবার (৩ মার্চ) একই দাবিতে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।