Logo
Logo
×

শিক্ষাঙ্গন

লাইফ সাপোর্টে আরেফিন সিদ্দিকের অবস্থার অবনতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৭:১০ পিএম

লাইফ সাপোর্টে আরেফিন সিদ্দিকের অবস্থার অবনতি

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে আছেন। সেখানে তার অবস্থার অবনতি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার মস্তিষ্ক কাজ করছে না বিধায় অস্ত্রোপচারও সম্ভব হচ্ছে না। তার হার্টের অবস্থাও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে ৪৮ হাজারে নেমেছে। হার্ট সচল রাখতে ডাক্তাররা তাকে নতুন ওষুধ দিয়েছেন।

এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার চিন্তা করছে পরিবার। এরই মধ্যে কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। 

আরেফিন সিদ্দিকের সব রিপোর্ট সংগ্রহ করে বিদেশের বিভিন্ন হাসপাতালে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। দেশের চিকিৎসকরা এ ব্যাপারে সহযোগিতা করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম