২৪ ঘণ্টার মাঝে ধর্ষকের শাস্তি চায় শিক্ষার্থীরা
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৫:৩৫ এএম

সংগৃহীত ছবি
প্রকম্পিত হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ‘দফা এক দাবি এক, উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ’। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। মাগুরার ৮ বছরের শিশু আছিয়াসহ অসংখ্য ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনায় ব্যর্থতার জেরে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগও দাবি করছে তারা।
রবিবার রাত দুইটার দিকে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ‘আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’
এরআগে, রাত ১২টার দিকে ঢাবির সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাদের সঙ্গে যোগ দেন শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও। ধর্ষকদের প্রকাশ্য বিচার চেয়ে মশাল মিছিলও করেন তারা।
এসময় বিক্ষোভকারীদের নানা স্লোগানে কেঁপে ওঠে ঢাবি ক্যাম্পাস। ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’-ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মাগুরায় নির্যাতনের শিকার শিশু আসিয়া হাসপাতালের পিআইসিইউতে অচেতন পড়ে রয়েছে। টানা দুই দিন হয়ে গেল, এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা বলছেন, শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন।

